Saturday, May 18, 2024

ট্রেনের হুইসেল শুনলো কক্সবাজার

মুরাদ মাহমুদ চৌধুরী:

স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে চট্টগ্রামের দোহাজারীর পর প্রথম কক্সবাজারের মাটিতে ট্রেনের হুইসেল বাজলো।সন্ধ্যার আঁধার ঠেলে ভুঁ ভুঁ হুইসেল বাজিয়ে ট্রেনের হ্যাড লাইটের আলো যেনো জানান দিলো সমুদ্র শহরে নতুন দিগন্তের।

রোববার চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে পরীক্ষামুলক যাত্রা করেছে ৮ বগির একটি ট্রেন।

সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম রেল ষ্টেশন থেকে রওনা দিলে সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ কক্সবাজার আইকনিক রেলস্টেশনে এসে পৌঁছায়। চলাচলের সময়কালে দোহাজারি স্টেশন থেকে কক্সবাজার পর্যন্ত নবনির্মিত ১০২ কিলোমিটার রেলপথে নির্মিত চুনতি ষ্টেশন, এরপর ইসলামাবাদ, রামু জংশন হয়ে কক্সবাজার আইকনিক রেল ষ্টেশন পর্যন্ত ৮ টি স্থানে পরীক্ষা নিরিক্ষা করে পরিদর্শকদল।

তারা বলছে আপাতত রেললাইনে কোন ধরনের ত্রুটি-বিচ্যুতি দেখা যায়নি। তবে লোকবল নিয়োগসহ কয়েকটি কারনে বাণিজ্যিক যাত্রা শুরু করতে আরো সময় লাগতে পারে বলে জানান রেলপথ পরিদর্শন অধিদপ্তরের রেল পরিদর্শক রুহুল কাদের আজাদ।

ট্রেনের ট্রায়াল রানের বাকি কাজ সোমবার সম্পন্ন হবে বলেও জানান তিনি।

এব্যাপারে দোহাজারী- কক্সবাজার রেললাইন প্রকল্পের পরিচালক মো: সুবক্তাগিন বলেন,“উদ্বোধনের পর যেকোন সময় দ্রুতই শুরু হতে পারে বানিজ্যিক ভাবে রেল চলাচল।”

বহুল কাঙ্ক্ষিত ট্রেনটির পরীক্ষামূলক এই যাত্রা পরিচালনা করছেন লোকোমাস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান ও সহকারী লোকোমাস্টার রুখন মিয়া।

আগামী ১১ নভেম্বর দোহাজারী কক্সবাজার ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা যায় প্রধানমন্ত্রী রামু জংশন থেকে রেলের টিকেট কেটে কক্সবাজার আইকনিক রেল স্টেশনে আসবেন। উদ্বোধন শেষে মহেশখালীর মাতাবাড়িতে আওয়ামীলীগের জনসভায় অংশ নিবেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page