Thursday, May 16, 2024

নাশকতার অভিযোগে কক্সবাজারে ৭ মামলা: আটক ৮

মোহাম্মদ আয়াছুল আলম :

হরতাল-অবরোধকে কেন্দ্র করে সোমবার (৩০ অক্টোবর) থেকে কক্সবাজারের ছয় থানায় ১২২ জন বিএনপি জামায়াতের নেতাকর্মীর বিরুদ্ধে সাতটি মামলা করেছে পুলিশ।

এতে বুধবার (৩১ অক্টোবর) পর্যন্ত কক্সবাজারে বিএনপি-জামায়াতের ৮ নেতাকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, তাদের অভিযান অব্যাহত আছে।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে তাদের আটক করা হয়। এর মধ্যে কক্সবাজার সদর থানায় সাতজনকে এবং উখিয়া থানায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- ওসমান গণি (২৬), নুরুল আলম (৪৭), জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: আবদুল্লাহ (২৯), পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি শাহিনুল ইসলাম (৪১), জামায়াত নেতা আবদুল কাদের (২৬), নুরুল আলম (৫৩) ও মো. মোঃ দ্বীন ইসলাম, ২০।

অপরদিকে উখিয়া থানায় দায়ের করা মামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেলাল উদ্দিন সিকদারকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।

মঙ্গলবার রাতে উখিয়া থানায় দায়ের করা নাশকতার মামলায় বুধবার তাকে আদালতে হাজির করা হয় বলে জানান শেখ আলী।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page