Saturday, May 18, 2024

বাংলাদেশে পৌঁছেছে মিয়ানমারের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশে পৌঁছেছে মিয়ানমারের ৩৪ সদস্যের প্রতিনিধি দল।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮ টায় দুটি নৌযানে করে টেকনাফের ট্রানজিট জেটিঘাটে পৌঁছায় মিয়ানমারের প্রতিনিধি দল।

এসময় প্রতিনিধি দলকে স্বাগত জানান অতিরিক্ত শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামছুদৌজা।

পরে তাদের একটি বাসে করে টেকনাফের সড়ক ও জনপথ বিভাগের বাংলোতে নেয়া হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানেই রোহিঙ্গাদের সাথে বৈঠক করছেন প্রতিনিধি দলটি।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমার সরকারের প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে।

প্রতিনিধি দলটি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাথে আলোচনা করবেন এবং প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে কথা বলবেন। এসময় প্রতিনিধি দল, প্রত্যাবাসনের লক্ষ্যে দেয়া রোহিঙ্গাদের তালিকার যাচাই বাছাই করবেন বলে জানা গেছে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page