Thursday, May 16, 2024

থামছেই না বৃষ্টি, কক্সবাজার থেকে ৪৫৫ কি:মি দূরে ঘূর্ণিঝড় হামুন

টিটিএন ডেস্ক :

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোকে ৪ নং হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।ঘূর্ণিঝড়টি বর্তমানে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৪৫৫ কিলোমিটার পশ্চিম – দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।

কক্সবাজার আবহাওয়া জানিয়েছেন ঘূর্নিঝড়ের প্রভাবে কক্সবাজারে গত ২৪ ঘন্টায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সোমবার থেকে এখন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এদিকে বৈরি আবহাওয়ার কারনে সেন্টমার্টিনে অবস্থানরত সব পর্যটককে তিনটি জাহাজে করে সোমবার টেকনাফে ফিরিয়ে আনা হয়েছে।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেন্টমার্টিন – টেকনাফ নৌরুটে যেকোনো ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে টেকনাফ উপজেলা প্রশাসন।

ঘূর্নিঝড়ের প্রভবে সাগর কিছুটা উত্তাল রয়েছে। সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে দুই ফুট। এদিকে কক্সবাজারের উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদে থাকার জন্য স্ব স্ব উপজেলায় মাইকিং করা হয়েছে। দ্বীপ উপজেলা মহেশখালী, কুতুবদিয়া এবং সেন্টমার্টিন দ্বীপের মানুষের নিরাপদে রাখতে প্রস্তুত রাখা হয়েছে সাইক্লোন শেল্টার।

পাশাপাশি শুকনো খাবার প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসক মো: শাহিন ইমরান জানান, ঘূর্নিঝড় কক্সবাজার উপকূলে যদি আঘাত হানে তাহলে জান মালের যাতে ক্ষতি না হয় সেদিক বিবেচনা করে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

৫ শতাধিক সাইক্লোন শেল্টারে প্রস্তুতের পাশাপাশি ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page