Saturday, May 18, 2024

শিশুপুত্র শেখ রাসেল হত্যা পৃথিবীর সব নির্মমতাকে হার মানায়- সভাপতি সাদ্দাম

টিটিএন ডেস্কঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা ছাত্রলীগের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কক্সবাজার পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু খুনি ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করে। এটি যেনো পৃথিবীর সব নির্মমতাকে হার মানায়।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে কেক কাটা হয়।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন হৃদয়, সজীব , রামু উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তারেক উদ্দিন মিশুক, মাতামুহুরি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর, মহেশখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মুজিব , জেলা ছাত্রলীগ নেতা মইন উদ্দিন জনি , মুরাদ মাহমুদ চৌধুরী , সানজীদুল আলম সজীব,সিটি কলেজ ছাত্রলীগ নেতা কামাল , পলিটেকনিকেল কলেজ ছাত্রলীগের নেতা ফাওয়াজ সহ আরো অনেকে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page