Tuesday, May 7, 2024

মাত্র তিন লক্ষ টাকা হলে বেঁচে যাবে জালালাবাদের দরিদ্র পরিবারের যুবক রশিদ

শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও

মোহাম্মদ রশিদ (২৬) ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পূর্ব ফরাজী পাড়ার মৃত নজির আহমদ ফকিরের সর্ব কনিষ্ঠ সন্তান। অভাবি সংসারের মোঃ রশিদ এক সময় স্থানীয় একটি ইটভাটার ডাম্পার চালক ছিলেন। জীবন ও পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরাতে ধারদেনা করে সৌদি আরব পাড়ি জমান ৬ মাস আগে। কয়েকমাস প্রবাসে থাকাকালীন নেমে আসে জীবন থমকে দেওয়ার রিহার্সেল। শরণাপন্ন হন সৌদি আরবের একটি হাসপাতালে,সেখানকার চিকিৎসক জানালেন কঠিন রোগে আক্রান্ত মোঃ রশিদ। বাঁচাতে হলে স্বদেশে ফিরে উন্নত চিকিৎসা দরকার। ধারদেনা পরিশোধ করা তো দূরের কথা , জীবন বাঁচাতে ফিরে আসে ২০/২২ দিন আগে। এসেই চিকিৎসকের শরণাপন্ন হন মোঃ রশিদ। চিকিৎসক তার পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেখে শনাক্ত করেন তার পাকস্থলীতে ক্যান্সার ধরা পড়ে, তবে ক্যান্সার এখনো ভয়াবহ রূপ নেয়নি, আলামত দেখা দিয়েছে। এ রোগ থেকে পরিত্রাণ পেতে হলে দ্রুত উন্নত চিকিৎসার দরকার। নয় তো জীবনের শেষ নিঃস্বাস ত্যাগ করতে হবে তাকে। দরিদ্র পরিবারের সন্তান মোঃ রশিদ একদিকে ধারদেনায় ন্যুজ, অন্যদিকে ব্যয় বহুল চিকিৎসার খরচ জোগাতে হিমসিম খাচ্ছে প্রতিক্ষণ। অসহায় পরিবারে বেড়া উঠা মোঃ রশিদ কে বাঁচাতে আনুমানিক ৩ লক্ষ টাকা মতো চিকিৎসা খরচ লাগবে বলে জানান চিকিৎসকরা। আত্মীয় স্বজন, প্রতিবেশীদের কাছ থেকে পূনরায় ধার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সর্বস্ব হারানোর পর সমাজের বিত্তবান, দেশবাসী ও প্রবাসীদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন। মাত্র তিন লক্ষ টাকা হলে একজন ফুটফুটে যুবক ফিরে পেতে পারে স্বাভাবিক জীবন। তার পাশে দাঁড়ানোর জন্য সকলের আর্থিক সহযোগিতা কামনা করেন তার পরিবার। তাকে আর্থিক সহযোগিতা করে পাশে থাকার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ জানান প্রতিবেশীরা। তাকে সহযোগিতা করা মাধ্যম 01883653444 বিকাশ /নগদ।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page