Saturday, May 18, 2024

অপহরণ চক্রের মূলহোতা র‍্যাবের জালে

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফে দুর্গম পাহাড়ে অপহরণ চক্রের মূলহোতা হাফিজুর রহমান ওরফে ছলে উদ্দিনকে আটক করেছে র‍্যাব। এসময় তার ৫ সহযোগীকেও আটক করা হয়। সাথে একটি বিদেশি পিস্তল, দেশীয় তৈরী ১০ টি বন্দুক, গোলাবারুদ, দা ও ছুরিসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের পাহাড়ে র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল ইসলাম সুমনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

শনিবার র‍্যাব-১৫ এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছলে ডাকাতের উদ্বৃতি দিয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মইন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান,সাম্প্রতিককালে টেকনাফ ও উখিয়ায় যেসব অপহরণ সংগঠিত হয়েছে সবগুলোর নেতৃত্বে দিয়েছে। তার নেতৃত্বে পাহাড়ে বিশাল একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। যারা ইতোপূর্বে অর্ধশতাধিক অপহরণের ঘটনা ঘটিয়েছে। তাছাড়া ছলে ডাকাত আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য এবং রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরসার সাথে সম্পৃক্ত বলে দাবী করেন তিনি।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page