Saturday, May 18, 2024

জেলা প্রশাসক গোল্ডকাপে চ্যাম্পিয়ন মহেশখালী, সেরা খেলোয়াড় সাকের

•কাব্য সৌরভ

কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে টাইব্রেকারে শক্তিশালী চকরিয়া উপজেলা ফুটবল দলকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করলো মহেশখালী উপজেলা ফুটবল দল।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

টান টান উত্তেজনা আর দর্শকপূর্ণ গ্যালারীতে দুই দলের সমর্থকদের উল্লাসে একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণ করে মহেশখালী ও চকরিয়া দলের খেলোয়াড়রা। খেলার পুরো ৯০ মিনিট সময় জুড়ে অসাধারণ ক্রীড়া নৈপুণ্যে দেখালেও গোল শূন্য থাকে উভয় দল। বিজয় দল নিশ্চিত করতে রেফারি আরো অতিরিক্ত ১০ মিনিট খেলা চালানোর সিদ্ধান্ত দেয়। পরে অতিরিক্ত দশ মিনিটেও গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।

প্রথম টাইব্রেকার অংশ নিয়ে চকরিয়া দলের খেলোয়াড় সানসি দলকে জয় এনে দেয়। পরে মহেশখালী দলের খেলোয়াড় সাকের আহমেদ টাইব্রেকারে গোল করে সমতা ফেরান। প্রথম চারটি শটে দুইটিতে ব্যর্থ হয় চকরিয়া উপজেলা ফুটবল দল, এবং চারটি শটের চারটি বলই জালে জড়িয়ে ৪-২ ব্যবধানে শিরোপা নিশ্চিত করে মহেশখালী উপজেলা ফুটবল দল।

এসময় পুরো মাঠ জুড়ে উচ্ছ্বাসে মাতোয়ারা মহেশখালী উপজেলা দলের সমর্থকরা মাঠে নেমে বিজয় উল্লাসে মিছিল করে। স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক কে মাঠে পেয়ে সমর্থকদের এই উল্লাস দিগুণ প্রফুল্লতায় ছড়িয়ে পড়ে মাঠে মধ্যে।

এসময় মহেশখালী উপজেলা দলের কোচ শামসুল আলম রনি বলেন, মহেশখালী উপজেলা দল প্রথম থেকেই ভালো খেলে প্রতিপক্ষ কে বোকা বানিয়েছে। তবে খেলায় গোল না হলেও টাইব্রেকারে বিজয় আসবে বলে তিনি আশাবাদী ছিলেন। দলের টিম ম্যানেজার আ.ন.ম হাসান বলেন, মহেশখালী উপজেলা দল ক্রীড়া নৈপুণ্যতায় দর্শকের মন জিতে নিয়েছে। গতবছর রানারআপ হলেও এই বছর চ্যাম্পিয়ন হওয়ার বিশ্বাস নিয়ে তাঁর দল কক্সবাজার স্টেডিয়ামে এসেছে। অবশেষে বিজয় চিনিয়ে এনেছে তারা। এইজন্য দলের খেলোয়াড়, সমর্থক, টুর্ণামেন্ট সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

পরে অতিথিরা বিজয়ী দল ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন। এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। তিনি এমন উৎসবমূখর আয়োজনের প্রশংসা করে বলেন, ক্রীড়া সবসময় মানুষের মনকে ভালো রাখে, ভালো রাখে স্বাস্থ্যকেও। ক্রীড়া সবসময় আন্তরিক সম্পর্কের সমৃদ্ধি বাড়ায়। এসময় আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ।

পরে ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হওয়া মহেশখালী উপজেলা দলের খেলোয়াড় সাকের আহমেদকে সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় রানারআপ দল চকরিয়া উপজেলা এবং পরে জেলা চ্যাম্পিয়ন দল মহেশখালী উপজেলাকে বিজয়ী দলের ট্রফি তুলে দিলে আতশবাজির মূর্ছনায় জয় উদযাপন বিজয় আনন্দের স্লোগানে মুখরিত হয়ে উঠে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম পাড়া।

ব্যবসায়ীক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের আর্থিক সহযোগিতায় কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এ টুর্নামেন্টের আয়োজন করে। এতে অংশ নেয় কক্সবাজারের ৯টি উপজেলার ফুটবল দল।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page