Thursday, May 16, 2024

ছাড়ের ছড়াছড়ি দেখে কক্সবাজার এসে হতাশ পর্যটক

প্রধান প্রতিবেদক:

টানা তিনদিনের ছুটি সঙ্গে পর্যটন মেলা ও বীচ কার্ণিভাল উপলক্ষে আবাসিক আর খাবার হোটেলে ছাড়ের ছড়াছড়ি আর নানা আয়োজন।

পর্যটন নগরীর বাড়তি আয়োজন হাতছাড়া না করে লুপে নিয়েছে পর্যটকরা। ফলে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে।

তবে মেলা উপলক্ষে হোটেল মোটেল গেস্ট হাউজ, কটেজ এবং রেস্তোরাঁয় ৫০ থেকে ৭০ শতাংশ ছাড়ের ঘোষণা পেয়ে কক্সবাজারে গিয়ে হতাশ পর্যটকরা। তাদের অভিযোগ, বিশাল ছাড়ের খবর পেয়ে তারা কক্সবাজার এসেছেন। কিন্তু কোথাও ছাড় দিচ্ছে না। ছাড়ের কথা বললে রুম ভাড়া দিতেই রাজি হচ্ছে না। একই অবস্থা খাবার হোটেলেও।

হোটেল মালিক সমিতির নেতা মুকিম খান ও আব্দুর রহমান বলেন, টানা ছুটিকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পর্যটক এসেছে। ইতোমধ্যে শতভাগ বুকিং হয়ে গেছে। ছাড়ের বিষয়টি কেউ মানছে, আবার কেউ মানছে না। শতভাগ মানাতে তারা প্রশাসনের আরো নজরদারি প্রত্যাশা করেন।

তবে জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের দাবী, হোটেল, রেস্তোরাঁসহ যে সকল খাতে ছাড় দেওয়া হয়েছে সেটি যথাযথভাবে মানছে কিনা তা তদারকি করতে আলাদা টিম কাজ করছে। কোন অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী মেলা প্রথম দিন থেকেই জমে উঠেছে। দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে কক্সবাজারকে তুলে ধরতে এই আয়োজন নিয়মিত করা হবে জানান আয়োজক কর্তৃপক্ষ।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page