Saturday, May 18, 2024

জেলা প্রশাসক গোল্ডকাপে সেমিতে মহেশখালী, সেরা খেলোয়াড় সাকের

কাব্য সৌরভ, মহেশখালী-

কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে রামু উপজেলা ফুটবল দলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে মহেশখালী উপজেলা ফুটবল দল।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা ৪ টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত মহেশখালী উপজেলা বনাম রামু উপজেলার খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে অংশ নিয়ে মহেশখালীর সাকের আহমেদ, মতিউর মুন্না, মনির আলমসহ তাঁর সতীর্থদের পাঁচটি শট প্রতিপক্ষের নেট স্পর্শ করলেও রামুর রিদুয়ান, ছোট্টোর শট গোলপোস্টের বাইরে যাওয়ায় ৫-৪ গোলের ব্যবধানে বিজয় নিশ্চিত হয়ে যায় গতবারের রানারআপ মহেশখালী উপজেলা ফুটবল দলের। এতে গ্যালারি জুড়ে উচ্ছ্বাসে মুখরিত করে তুলে মহেশখালী সমর্থকদের জয়ধ্বনি।

খেলার প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকলেও দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে জাতীয় দলের খেলোয়াড় রামু দলের কৌশিকের ফ্রি কিকে হেডে গোল করে দলকে ১-০ তে এগিয়ে নেয় বিদেশি ফরোয়ার্ড রিক্রুট সোলাইমান। তার গোলের উচ্ছ্বাস শেষ না হতেই রামু দলের ডি-বক্সে হ্যান্ডবল করে বসেন রামু দলের বিদেশি ডিফেন্ডার। এতে সাথে সাথে উচ্চস্বরে বাঁশি বাজিয়ে পেনাল্টি সিদ্ধান্ত জানান রেফারি সৈয়দ করিম। পরে পেনাল্টিতে গোল করে দলের সমতা ফেরান মহেশখালী দলের মনির। পরে ১-১ গোলে খেলার নির্ধারিত সময় শেষ হলে ট্রাইবেকারে জয় পায় মহেশখালী উপজেলা দল।

খেলা শেষে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত সেরা খেলোয়াড় বিজয়ী দলের সাকের আহমেদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা, রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মোস্তফা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দিন, সহ-সভাপতি অনুপ বড়ুয়া অপু, টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব হারুন-অর রশিদসহ উভয় দলের টিম পরিচালক।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page