Thursday, May 16, 2024

রোরবার শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা: জেলায় পরীক্ষার্থী ১৬ হাজার ৯৭৫ জন

সিয়াম সোহেল :

রোববার থেকে শুরু হতে যাচ্ছে চলতি বছরের এইচ এসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০ টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে তিন ঘণ্টা।

জেলায় এবারে ১৬ হাজার ৯শ ৭৫জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছে পরীক্ষায়। যার মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে
১৮ টি কেন্দ্রে ১৩ হাজার ৪শ ১ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৮ টি কেন্দ্রে আলিম পরীক্ষা দেবে ২ হাজার ৩শ ২১ জন এবং বিএম ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৮ কেন্দ্রে পরীক্ষা দেবে ১ হাজার ২শ ৫৩ জন শিক্ষার্থী।

জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার আসন বিন্যাস করা হয়েছে এবং ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসনও। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও তাপ্তি চাকমা টিটিএনকে জানান, জেলার ৩৫ কেন্দ্রেই আশপাশে ২০০ গজের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা। ৩৫ কেন্দ্রের জন্যে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
এছাড়াও বন্ধ রাখতে হবে কেন্দ্রের পাশের ফটোকপির দোকান ও কোচিং সেন্টারগুলো।

এর আগে প্রাকৃতিক দুর্যোগের কারণে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ভোকেশনাল, বিএম-বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স এবং চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল।

গত ১৭ আগস্ট থেকে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষা শুরু হয়।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page