Saturday, May 18, 2024

চকরিয়ায় গাড়ি ভাংচুর, হামলার ঘটনায় ২টি মামলা দায়ের: আসামী ২-৩ হাজার

নিজস্ব প্রতিবেদক:

চকরিয়ায় জামায়েত নেতা ও যুদ্ধাপরাদের দায়ে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীর গায়বানে জানাজা শেষে হত্যা, গাড়ি ভাংচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় দুইটি পৃথক মামলা দায়ের করেছে পুলিশ। এতে দুই থেকে তিন হাজার জনকে আসামী করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ বলেন, আসামীদের সনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

তবে এঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

পুলিশের উপর হামলা, হত্যা ও গাড়ি ভাংচুরের ঘটনার পর থেকে বুধবার (১৬ আগস্ট) সারদিন সর্তক অবস্থানে রয়েছে প্রশাসন। শহরে মোতায়েন রয়েছে র‍্যাব পুলিশের টহল দল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান জানান, প্রশাসন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে প্রস্তুত রয়েছে।

এদিকে মঙ্গলবারের (১৫ আগস্ট) ঘটনায় জড়িতদের শাস্তির দাবীতে শহরের থানা রাস্তার মাথা সিস্টেম কমল্পেক্স চত্বরে চকরিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ করেছে। এতে হাজার দলীয় নেতাকর্মী অংশ নেয়।

এসময় সংসদ সদস্য জাফর আলম বলেন, শান্তিপূর্ণ চকরিয়া কে অশান্ত করতে দেয়া হবে না।

এদিকে চকরিয়ায় নিহত ফোরকানুল ইসলামের জানাজা দুপুরে সম্পন্ন হয়েছে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page