Saturday, May 18, 2024

মহেশখালীর সন্তানের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

কাব্য সৌরভ, মহেশখালী-

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন মহেশখালীর নবম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী অস্কার বিনোদ শর্মা। সে সবচেয়ে দ্রুত সময়ে মাত্র ৩৬.৩৪ সেকেন্ডে ২৫০ মিলি বেবি বোতলের পানি পান করে এই রেকর্ড করে। এর আগে এই ক্যাটাগরিতে গিনেস ওয়ার্ল্ড বুকে এই রেকর্ড দখলে ছিলো ৫০.০১ সেকেন্ডে ২৫০ মিলি পানীয় পান করা এক চীনা নাগরিকের। তাঁকে পেছনে ফেলে ১৩.৩৩ ব্যবধানে বিশ্বের সবচেয়ে দ্রুত সময়ে ২৫০ মিলি পানীয় পান করার গিনেসরেকর্ড এখন মহেশখালীর কিশোর অস্কার বিনোদ শর্মার দখলে।

গত ২৭ মার্চ ২০২৩ বিনোদ তাঁর রেকর্ডের সব তথ্য গিনেসরেকর্ড কর্তৃপক্ষকে পাঠায় তার বড় ভাই শ্রী তন্ময় সুশীল বিশ্বের সহযোগিতায়। অবশেষে বিনোদের সে রেকর্ড গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অন্তর্ভুক্ত হওয়ায় সে গিনেসরেকর্ডের সনদ ও হাতে পেয়েছে।

অস্কার বিনোদ শর্মা মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের, পল্লী চিকিৎসক পরিমল কান্তি শীল ও রেভা রাণী শীলের তৃতীয়তম সন্তান ও মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী।

তাঁর এই অর্জনে তার পরিবার পরিজন সহপাঠীরা অত্যন্ত আনন্দিত। অস্কার বিনোদ শর্মা টিটিএন-কে জানায়, “তাঁর এই অর্জনে সে খুবই উচ্ছ্বসিত। দেশের জন্য বিশেষ করে মহেশখালীকে সে গিনেসরেকর্ডের অন্তর্ভুক্ত করতে পেরেছে। ভবিষ্যতে এই রেকর্ড ধরে রাখার চেষ্টা করবে বলে জানান ক্ষুদে কিশোর অস্কার বিনোদ শর্মা।”

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page