Saturday, May 18, 2024

কক্সবাজারে ২ লাখ ৯১ হাজার মানুষ পানিবন্দি, মারা গেছে ৫ জন

আব্দুর রশিদ মানিক:

কক্সবাজারে কয়েকদিনের অতিবৃষ্টিতে ২ লক্ষ ৯১ হাজার ১৫৩ জন মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। যেখানে জেলার ৯ উপজেলার ৬০ টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ কবলিত হয়ে মারা গেছে ৫ জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া উপজেলা।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাস এসব তথ্য জানিয়েছেন।

এই খবর পাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি ৪ লক্ষ ৫ হাজার টাকা।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাস্তার বিভিন্ন অংশ পানিতে তলিয়ে আছে। সড়ক বিভাগের ৪৬ কিলোমিটার রাস্তা বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

কক্সবাজারে ৫৭৬ টি আশ্রয়কেন্দ্র রয়েছে। তারমধ্যে ২০৮ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যেখানে ৩৩ হাজার ৭৩৭ জন মানুষ আশ্রয় নিয়েছে।

কক্সবাজারে বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৫৮ মেট্রিকটন চাল এবং ৭ লক্ষ নগদ টাকা বিতরণ করা হয়েছে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page