Thursday, May 16, 2024

মাত্র ৩৮৪ পরিবারকে পুনর্বাসিত করলেই ভূমিহীন-গৃহহীন মুক্ত হবে কক্সবাজার

আব্দুর রশিদ মানিক:

কক্সবাজারের চকরিয়া উপজেলার পর এবার ভূমিহীন-গৃহহীন মুক্ত হচ্ছে পেকুয়া, উখিয়া ও টেকনাফ উপজেলা।

বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ পর্যায়ে ২য় ধাপে কক্সবাজারে ৭২৫টি ঘর হস্তান্তর করবেন। এর মাধ্যমেই ভূমিহীন-গৃহহীন মুক্ত হবে উপজেলাগুলো। আর মাত্র ৩৮৪ টি পরিবারকে ভূমি-গৃহ হস্তান্তর করলেই ভূমিহীন-গৃহহীন মুক্ত হবে কক্সবাজার জেলা।

৪র্থ পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

উপজেলাগুলোকে ভূমিহীন-গৃহহীন মুক্ত করা হলেও এর পরেও যদি কেউ ভূমিহীন গৃহহীন থাকে তাদের জন্যও ভূমি-ঘর বরাদ্দ দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল এবং বিভীষণ কান্তি দাসসহ সাংবাদিকবৃন্দ।

কক্সবাজারে মোট ভূমিহীন গৃহহীন পরিবার ৪ হাজার ৮৫৫ টি। তারমধ্য ৩টি পর্যায়ে ৩ হাজার ৭৪৬ টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। বুধবার ৭২৫ টি পরিবারকে পুনর্বাসন করা হলে আর ভূমিহীন থাকবে ৩৮৪ পরিবার।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page