Thursday, May 16, 2024

আলোচিত শামসু হত্যাকান্ড : ২৪ বছর পর আদালতের রায়ে ২ জনের যাবজ্জীবন

শামীমুল ইসলাম ফয়সাল :

১৯৯৯ সালের ২৬ এপ্রিল , কক্সবাজারের টেকনাফে কাবাডি খেলাকে কেন্দ্র করে নিহত হয় হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকার স্থানীয় যুবক শামসুল আলম প্রকাশ শামসু।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২৪ বছর পর আলোচিত এই হত্যাকান্ডে দায়ের মামলার রায় দিয়েছে আদালত। রায়ে মামলার দুই আসামী যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সাজার পাশাপাশি তাদের দুইজনকে এক লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীর নামও শামসুল আলম, অপরজন মোহাম্মদ জাহাঙ্গীর।
কামাল উদ্দিন ও সোনা মিয়া নামে মামলার অপর দুই আসামী খালাস পেয়েছেন।

রোববার (০৬ আগস্ট) দুপুর ১টার দিকে, শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মোহাম্মদ মোশারফ হোসেন এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শওকত বেলাল।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, “কাবাডি খেলাকে কেন্দ্র করে শামসুল আলমকে ছুরির আঘাত করে হত্যা করা হয়। ঘটনায় নিহতের পিতা সুলতান আহমদ বাদী হয়ে টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এই রায় দেওয়া হয়।”

বাদীপক্ষের আইনজীবীরা এ রায়ে সন্তোষ প্রকাশ করলেও দুই আসামী খালাসপ্রাপ্ত হওয়ায় উচ্চ আদালতে আপিল করা হবে জানানা।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page