Thursday, May 16, 2024

উৎসবমূখর আয়োজনে উদযাপিত হয়েছে “তারুণ্য ব্লাড ডোনার’স সোসাইটির” ৩য় বর্ষপূর্তি

আশরাফুল হাসান রিশাদ, কক্সবাজার।

জমকালো ও উৎসবমূখর আয়োজনে উদযাপিত হয়েছে তারুণ্য ব্লাড ডোনার’স সোসাইটির ৩য় বর্ষপূর্তি। বর্ষপূর্তি উপলক্ষ্যে কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে বসেছিল চট্টগ্রাম বিভাগের ৪০ টি সংগঠনের প্রায় ৪০০ স্বেচ্ছায় রক্তদাতাদের মিলন মেলা।

শনিবার সকালে কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন সভাপতি মোঃ সোহেলসহ উক্ত সংগঠনের সদস্যরা এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাসিম আহমেদ, বিশেষ অতিথি,সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী, উপ-পরিচালক,যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজার, এডভোকেট আকতারুর রহমান,
আশরাফুল হাসান রিশাদ,প্রতিষ্ঠাতা এডমিন কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি,মোঃ সোহরাব চৌঃ জিকু,
এলিট মাহমুদ,প্রতিষ্ঠাতা এডমিন সীতাকুণ্ড ব্লাড ডোনার’স সোসাইটি,নিপা, প্রতিষ্ঠাতা ড্রিম টাচ বাংলাদেশ,জনাব আবুল কাসেম সদস্য উপদেষ্টা পরিষদ,তারুণ্য ব্লাড ডোনার’স সোসাইটি।

উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ জানান, গত তিন বছরে ৯০০০ হাজার ব্যাগ রক্ত ব্যবস্থা করেছেন তারা। শুধুমাত্র রক্ত ব্যবস্থায় থেমে নেই সংগঠনটি। একই সাথে তারা গত তিন বছরে মানবিক অনেক কাজ করে এসেছে।

সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সহ-সভাপতি মেরিনা জান্নাত মেরি, কার্যনির্বাহী পরিষদের নজরুল ইসলাম, নাজমা সোলতানা তানিয়া, মিনহাজ, বাপ্পি, মইনুর রহমান লাদেন ,আব্দুল হামিদ সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page