Saturday, May 4, 2024

মেক্সিকোতে বাস খাদে, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক :

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে একটি বাস খাদে পড়ে অন্তত ১৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

নায়ারিতের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, গাড়িটি রাজ্যের রাজধানী টেপিক ও পুয়ের্তো ভাল্লার্তার পর্যটন গন্তব্যের সঙ্গে সংযোগকারী একটি মহাসড়ক থেকে ছিটকে প্রায় ১৫ মিটার গিরিখাতের নিচে পড়ে যায়।

প্রসিকিউটরের অফিস টুইটারে শেয়ার করা এক বিবৃতিতে জানায়, ভুক্তভোগীদের সহায়তার জন্য প্রথম থেকেই আমরা কেন্দ্র ও রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করেছি।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ১১ নারী ও সাতজন পুরুষ রয়েছে। এ ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্প্রতি মেক্সিকোর মধ্যাঞ্চলের একটি ওয়াটার পার্কে বন্দুকধারীদের হামলায় সাতজন নিহত হয়। এর মধ্যে এক শিশুও রয়েছে। স্থানীয় সময় শনিবার ওই হামলা চালানো হয়।

স্থানীয় পৌর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন নারী, তিন পুরুষ ও সাত বছর বয়সী একটি শিশুর লাশ দেখতে পায়। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page