Sunday, May 12, 2024

শহর জুড়ে কড়া নিরাপত্তা, রবিবার সকালে আসছেন রাষ্ট্রপতি

ইফতিয়াজ নুর নিশান :

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রবিবার (৩০ জুলাই) দুই দিনের সফরে কক্সবাজারে আসছেন। বর্তমানে বান্দরবান অবস্থান করা রাষ্ট্রপতি নীলগিরি হ্যালিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে রওয়ানা দিয়ে সকাল ১০ টা ৪০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন।

একইদিন বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কক্সবাজার লাবনী পয়েন্টে সমুদ্র সৈকত দর্শন করবেন। রাত ৮ টায় তিনি কক্সবাজারের একটি রিসোর্টে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।

পরদিন সোমবার ৩১ জুলাই সকাল ১০ টায় তিনি কক্সবাজার মেরিন ড্রাইভ হয়ে দরিয়ানগর সমুদ্র সৈকত দর্শন করবেন। একইদিন বিকেল ৫ টায় রাষ্ট্রপতির হেলিকপ্টার যোগে কক্সবাজার বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।

এই সফরে সঙ্গী হিসেবে প্রায় ৩০ জন ব্যক্তি রাষ্ট্রপতির সাথে থাকবেন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীউল ইসলাম স্বাক্ষরিত সফরসূচিতে এই তথ্য জানা গেছে।

গুরুত্বপূর্ণ এই সফরকে ঘিরে সকল প্রস্তুতি নিয়ে রেখেছে কক্সবাজারের স্থানীয় প্রশাসন, জোরদার করা হয়েছে চার স্তরের নিরাপত্তা। শহরের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সতর্ক অবস্থানে আছে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page