Friday, May 17, 2024

রাত পোহালেই এসএসসির ফল প্রকাশ

সিয়াম সোহেল :

রাত পোহালেই ঘোষণা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। শুক্রবার ২৮ জুলাই দুপুর ১১ টায় পরীক্ষার ফল একযোগে স্ব স্ব কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশ করা হবে। বোর্ডের ওয়েবসাইট, রেজাল্টের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে এসএসসি ও সমমানের ফল জানা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, আগামীকাল সকাল ৯টায় ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হবে। এরপর সাড়ে ১০টা থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।
সকাল ১১টায় সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন বলেও জানান তিনি

গত ৩০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

কক্সবাজার জেলায় ৫১টি কেন্দ্রে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৩২ হাজার ২শ ৭৩ জন। যার মধ্যে এসএসসিতে ২৩ হাজার ২ শ ৩৪ জন, দাখিলে ৭ হাজার ২শ ৫০ জন এবং কারিগরিতে ১ হাজার ৩শ ৮৯ জন অংশ নিয়েছিলো।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page