Friday, May 17, 2024

দেয়াল জুড়ে সচেতনতার বার্তা

নিজস্ব প্রতিবেদক:

অতিরিক্ত কার্বন নিঃসরন, গাছ কেটে কলকারখানা তৈরি, বন্যায় ডুবে গেছে চার পাশ, যত্রতত্র প্লাস্টিকের অপব্যবহারে পরিবেশ হুমকিতে, তরুণদের জনমত গঠনে আন্দোলন এ সব এক একটি ছবির জিবন্ত বার্তা দিচ্ছে দেয়াল জুড়ে।

দেয়াল জুড়ে সচেতনতার বার্তা

জলবায়ু পরিবর্তন সম্পর্কে জনসচেতনা বৃদ্ধির নতুন প্রচার ক্লাইমেট ম্যুরাল স্থাপন করা হয়েছে।

কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মাদার আর্থ প্রজেক্টের সহায়তায় পরিবেশবাদী সংগঠন ইয়ুথ নেটের বাস্তবায়নে এই ক্লাইমেট ম্যুরাল তৈরি করা হয়।

স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় যুবকদের রং তুলিতে তিন দিনে দেয়াল জুড়ে তৈরি করা হয় এই ম্যুরাল।

সোমবার (১৭ জুলাই) ম্যুরালের কাজ শেষে উন্মুক্ত করে দেওয়া হয়।

পরিবেশ কর্মী জিমরান মোঃ সায়েক বলেন, বাংলাদেশে জলবায়ু পরিবর্তন বিষয়ক ম্যুরাল কনসেপ্ট নতুন ,প্রথম আমরা করেছিলাম ২১ সালে কলাতলী সমুদ্র পাড়ে। এবার আমরা করেছি স্কুলের সামনে যাতে শিক্ষার্থীরা এবং পথচারীরা ম্যুরাল দেখে অনুভব করতে পারে জলবায়ুর পরিবর্তন এবং পরিবেশ রক্ষায় তাদের ভূমিকা।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page