Thursday, May 16, 2024

কক্সবাজারের প্রতিটি ইউনিয়নে স্থাপন করা হচ্ছে বঙ্গবন্ধু মুর‍্যাল

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের প্রতিটি ইউনিয়ন পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‍্যাল স্থাপন কার্যক্রম চলছে।

যার ধারাবাহিকতায় শনিবার (১৫ জুলাই) বিকেলে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর নবনির্মিত মুর‍্যালের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহীন মুহাম্মদ ইমরান।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, ” স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় কক্সবাজারের প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধু মুর‍্যাল স্থাপন কার্যক্রম চলমান আছে। জাতির পিতার জীবনাদর্শ দেশের প্রতিটি প্রান্তরে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে ইতিমধ্যে কয়েকটি ইউনিয়নে মুর‍্যাল নির্মাণ সম্পন্ন হয়েছে, আজ উখিয়ার রাজাপালংয়েও উদ্বোধন হলো।”

রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ” নির্মিত মুর‍্যালটি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে ইউনিয়নের বসবাসরত সকল মানুষের জন্য উন্মুক্ত থাকবে। সুন্দর এই মুর‍্যালটি বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ সন্তানের আত্নত্যাগ ও দেশের স্বাধীনতা অর্জনে তাঁর অনন্য অবদান কে স্মরণ করিয়ে দেয়। ”

এসময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব সহ সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গত বছরের ১৭ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধানের সই করা এক নির্দেশনায়- মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের চিঠির আলোকে দেশের ইউনিয়ন পরিষদগুলোতে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, ইউনিয়নের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নাম ফলক ও বাংলাদেশের ইতিহাস সংবলিত বিলবোর্ড স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলাপ্রশাসকদের জানানো হয়।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page