Saturday, May 18, 2024

জেলা প্রশাসনের প্রশংসনীয় উদ্যোগ: শুরু হচ্ছে শিশু হাসপাতালের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার শিশু হাসপাতালের কার্যক্রম অবশেষে শুরু হতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে ১ আগষ্ট শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।সাগরতীরের বালিকা মাদ্রাসা সড়কের করোনা চিকিৎসা কেন্দ্রের স্থলেই হচ্ছে কক্সবাজার শিশু হাসপাতাল।

শুরুতে বহির্বিভাগ দিয়ে শুরু করা হবে এবং একজন ডাক্তার ও একজন নার্স দিয়ে চিকিৎসা কার্যক্রম শুরু করা হতে পারে জানিয়েছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) নাসিম আহমেদ। তিনি জানান,জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের আগ্রহে এ শিশু হাসপাতালের কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেয়া হয়েছে। ২০২০ সালের ১০ ডিসেম্বর ১ একর জমিতে তৎকালীন জেলা প্রশাসক কামাল হোসেন এ শিশু হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এরপর কার্যক্রম শুরু হলেও জেলা প্রশাসক কামাল হোসেন বদলী হয়ে গেলে এই শিশু হাসপাতালের নির্মান কার্যক্রম বন্ধ হয়ে যায়।

দীর্ঘ আড়াই বছর পর আবারো শুরু হচ্ছে এই শিশু হাসপাতালের কার্যক্রম। আর এ উদ্যোগকে জেলা প্রশাসনের একটি কার্যকরী ও প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করছেন বিশিষ্টজনেরা।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page