Thursday, May 16, 2024

শিল্পকলার আয়োজনে বর্ষার অনুষ্ঠান ‘বাদল সাঁঝে’ অনুষ্ঠিত

সায়ন্তন ভট্টাচার্য :

শ্রাবণের এক গুরুগম্ভীর সন্ধ্যায় কক্সবাজারে অনুষ্ঠিত হল ঋতুভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাদল সাঁঝে’ এবং তৃণমূল মানুষের জন্য শিল্প সংস্কৃতি ২০২৩ উপলক্ষ্যে গান কবিতা নৃত্য ও কথামালা।

শনিবার শহরের শহিদ দৌলত ময়দানে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এই ভিন্নধর্মী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুকুমার দত্ত এবং প্রভাষক জনাব নীলোৎপল বড়ুয়া।

অতিথিরা বলেন সংস্কৃতি চর্চা শুধুমাত্র মিলনায়তনের চারদেয়ালে বন্দী থাকার বস্তু নয়, এই চর্চা এবং ঋতুভিত্তিক আয়োজনগুলো ছড়িয়ে দিতে হবে সমাজের সকল স্তরের মানুষের কাছে। সকলের বোধগম্য করে সংগীত এবং নৃত্যকলাসহ শিল্পের বিভিন্ন উপাদানগুলোকে উপস্থাপন করতে হবে।

অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা এবং জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত শিল্পীরা আঞ্চলিক গান এবং নৃত্য পরিবেশন করেন।

জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী এবং আবৃত্তিশিল্পী জসীমউদ্দিন বকুলের সঞ্চালনায় একপর্যায়ে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page