Thursday, May 16, 2024

৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও ৯২ হাজার টাকা জরিমানা পরিবেশ অধিদপ্তরের

আব্দুর রশিদ মানিক:

উখিয়ার বালুখালী বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় ৩টি মামলায় ৯২ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার ও উপজেলা প্রশাসন,উখিয়ার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

উখিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমদ মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক ফাইজুল কবির প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। পরিবেশ অধিদপ্তর,কক্সবাজার এর সহকারী পরিচালক মো. আজহারুল ইসলাম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর,কক্সবাজার জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান/মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page