Thursday, May 16, 2024

রুটি বানানোর পিড়ির ভিতরে ইয়াবা: মাদকসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

এমরান হোসাইন:

রুটি বানানোর পিড়ির ভিতর বিশেষ কায়দায় ইয়াবা পরিবহন কালে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।
১৮ জুন (রবিবার) সন্ধ্যা ৭ টায় ফেনী মডেল থানার রামপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার পানখালী একই গ্রামের মনোয়ারা বেগম (২৪) এবং শাহাব উদ্দিন (২৩)

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি , মাদক ব্যবসায়ী ফেনী মডেল থানার রামপুর এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পাকা রাস্তার উপর মাদকদ্রব্যসহ গাড়িতে উঠার জন্য অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে ঐ স্থানে র‌্যাবের অভিজান পরিচালনা করা হয় এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন মহিলা ও ১ জন পুরুষ কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা আসামী মনোয়ারা বেগম (২৪) এবং শাহাব উদ্দিনকে আটক করে।

পরবর্তীতে তল্লাশী করে তাদের কাছ থেকে ১ টি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা রুটি বানানো পিড়ির ভিতর বিশেষ কায়দায় ফাঁকা জায়গা তৈরি করে অভিনব পদ্ধতিতে সর্বমোট ১০,৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মল্য আনুমানিক মূল্য ৩১ লক্ষ টাকা।

এসময় তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীতারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় তিনি।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page