Saturday, May 18, 2024

রামুতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান, লাখ টাকা জরিমানা

রিজন বড়ুয়া, রামু

রামুর গর্জনিয়া ইউনিয়নের দক্ষিণ থোয়াইঙ্গাকাটা পয়েন্টে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে।

শুক্রবার (১০ মে) বিকালে রামু উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে আনসার ব্যাটালিয়নের সদস্য সহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ টি মামলায় এক ব্যক্তিকে একলক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে জরিমানা আদায় করেন।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল সাংবাদিকদের জানান, অবৈধভাবে বালি উত্তোলনসহ বিভিন্ন অপরাধমুলক কাজে আমাদের এই অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে এবং উপজেলা প্রশাসন রামু তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থাকবে।

তিনি আরও জানান, ইতোপূর্বেও বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে এবং জেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলামের নির্দেশনায় জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page