Saturday, May 18, 2024

রামুতে তিন পদে ১০ জনের মনোনয়ন বৈধ

আবুল কাশেম সাগর

আসন্ন রামু উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে রামু উপজেলায় ৩ পদে মনোনয়ন দাখিলকৃত ১০ জনেরই মনোনয়ন বৈধতা ঘোষণা করেছে রিটার্নিং অফিসার।

রবিবার( ৫ মে) বেলা ১২টায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ( মহিলা) পদে মনোনয়ন জমাকৃত ফরম যাচাই বাছাই শেষে এ ঘোষণা করা হয়।

এতে উপজেলার ১০জন প্রতিদ্বদ্ধী প্রার্থী চুড়ান্তভাবে নির্বাচনে অংশ নিতে বৈধতা পেলো। নির্বাচন সূত্রে জানা গেছে, সর্বশেষ ২ মে বৃহস্পতিবার চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন,
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন জমা করেন। আজ মনোনয়ন যাচাই বাছাইয়ে বৈধতা পান তারা।

চেয়ারম্যান পদে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বর্তমান রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল , ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সদ্য চেয়ারম্যান পদ থেকে পদত্যাগকৃত চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো এবং চেয়ারম্যান ভূট্টোর আপন ছোট ভাই আইনজীবি মোঃ ইউছুফ।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন বৈধতা পেয়েছেন বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন, চাকমারকুল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোস্তাক আহমদ, গর্জনিয়ার সাংবাদিক নেজাম উদ্দিন, মো. আবদুল্লাহ সিকদার
ও এডভোকেট কায়সার কামাল চৌধুরী শিমুল।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন যাচাই বাছাইয়ে বৈধতা পেয়েছেন বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফসানা জেসমিন পপি এবং সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী। রামু উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম মুহী উদ্দিন টিটিএনকে জানান, সকাল ১১টায় রামু উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ মনোনয়ন দাখিলকৃতদের ফরম যাচাই বাছাই শুরু হয়। যাচাই-বাছাইয়ে ৩ জন চেয়ারম্যান প্রার্থী ও ২জন মহিলা ভাইস চেয়ারম্যান চুড়ান্ত বৈধতা দেয়া হয়। ব্যাংক সংক্রান্ত কিছু অসংগতি থাকায় ৫ ভাইস চেয়ারম্যাদের ১ ঘন্টা সময় দেয়া হয়। রিটার্নিং কর্মকর্তার বেঁধে দেয়া সময়ের মধ্যে কাজগপত্র জমা করায় তাদেরও মনোনয়ন বৈধতা দেয়া হয়। এতে করে রামু উপজেলা জমাকৃত ১০ জন প্রার্থীই মনোনয়ন রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বৈধতা পায়।

উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনে ২ মে বৃহস্পতিবার ছিল ৩য় ধাপের মনোনয়ন ফরম জমা করেন প্রার্থীরা। মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের তারিখ ৬ ও ৮ মে,আপিল নিষ্পত্তি ০৯-১১ মে, প্রার্থিতা প্রত্যাহারের দিন ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোটগ্রহণ হবে আগামী ২৯ মে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page