Friday, May 17, 2024

জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠত্ব অর্জনের শীর্ষে কক্সবাজার সিটি কলেজ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ এ কক্সবারজার সদর উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছে কক্সবাজার সিটি কলেজ।

যেসব ক্যাটাগরিতে কক্সবাজার সিটি কলেজের সাফল্য:

তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন অধ্যক্ষ প্রফেসর ক্য থিং অং। দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ রোভার শিক্ষক হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম। তিনি করোনার সময় সর্বোচ্চ ৫শ’র অধিক অনলাইন ক্লাস সম্পাদন করেছেন।

প্রথমবারের মতো শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের প্রভাষক বিকাশ কান্তি দে। শ্রেষ্ঠ রোভার গ্রুপ নির্বাচিত হয়েছে কক্সবাজার সিটি কলেজ রোভার গ্রুপ। তৃতীয়বার শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষক নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের প্রভাষক মর্জিনা আরা বেগম।

শ্রেষ্ঠ রেঞ্জার গ্রুপ নির্বাচিত হয়েছেন কক্সবাজার সিটি কলেজ রেঞ্জার গ্রুপ। শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী নাদীয়া হোসাইন সৌরভী।

কেরাত: (ঘ -বিভাগ)-এ সেরা হয়েছেন অনার্স ২য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র মো: আব্দুল্লাহ।

দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত ও লোক সংগীতে ( ঘ -বিভাগে) সম্মান ১ম বর্ষের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজির ছাত্রী ঐশি বিশ্বাস শ্রেষ্ঠত্ব অর্জন করেন। রবীন্দ্র সংগীত (গ -বিভাগ) শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী আদ্রিতা দাশ। নজরুল সংগীত ও উচ্চাঙ্গসংগীত (ঘ -বিভাগ) শ্রেষ্ঠত্ব অর্জন করেন অনার্স ১ম বর্ষের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ছাত্রী পুষ্পেন দাশ।

নির্ধারিত বক্তৃতা (ঘ -বিভাগ)-এ শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন সম্মান ৩য় বর্ষের অর্থনীতি বিভাগের ছাত্র সানজিদুল ইসলাম। লোক নৃত্য (গ -বিভাগ)-এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন একাদশ শ্রেণির ছাত্রী তুফাইয়া ইসলাম। লোক নৃত্য (ঘ -বিভাগ)-এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের ছাত্রী প্রিয়া দাশ অমি।

তাৎক্ষণিক অভিনয় (ঘ -বিভাগ)-এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের ছাত্র নুরুল আমিন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page