Friday, May 17, 2024

‘নির্বাচন করলে নিশ্চিত পাশ করতাম’ -উখিয়া বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঃ

দলীয় সিদ্ধান্ত কে সম্মান জানিয়ে আসন্ন উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে উখিয়ার কোটবাজারে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

এসময় সুলতান মাহমুদ চৌধুরী বলেন, ” আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিলো। দেখুন আমার শুভাকাঙ্ক্ষীরা মনোনয়ন ফরম প্রস্তুত করে রেখেছে, কিন্তু দলের বাইরে আমি যেতে পারবো না৷ কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণে এই নির্বাচন বর্জন করলাম।”

এবারের নির্বাচনে অংশ নেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি ছিলো উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ” নির্বাচনে অংশ নিলে নিশ্চিত পাশ করতাম। জনগণের স্বতঃস্ফূর্ত ভালোবাসা আছে আমার প্রতি, যার জন্য আমি কৃতজ্ঞ। ”

ষষ্ঠ উপজেলা পরিষদ
নির্বাচনের তৃতীয় ধাপে উখিয়ায় ২৯ মে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।

এবারই প্রথম এই উপজেলার প্রায় দেড় লক্ষ ভোটার ইভিএমে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page