Friday, May 17, 2024

অপহৃত এনজিওকর্মীকে উদ্ধারে গিয়ে র‍্যাব- ডাকাতের গোলাগুলিতে নিহত এক কৃষক

তানভীর শিপু:

অপহৃত এনজিওকর্মীকে উদ্ধারে গিয়ে কক্সবাজারের ভারুয়াখালীতে র‍্যাব-ডাকাতের গোলাগুলিতে বায়তুল্লাহ নামের এক সাধারণ ব্যক্তি নিহত হয়েছে। তিনি পেশায় একজন কৃষক।

সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যার দিকে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মুরা পাড়ায় এঘটনা ঘটে। নিহত বায়তুল্লাহ ভারুয়াখালীর মৃত ছৈয়দুল হকের ছেলে।

জানা গেছে, বেসরকারি সংস্থা প্রত্যাশীর এনজিও কর্মী মাসুদ চৌধুরী আজ বিকেলে অপহরণের শিকার হয়। বিষয়টি র‍্যাব জানতে পেরে ভারুয়াখালীর ৯ নং ওয়ার্ড মুরা পাড়ায় এলাকার পাহাড়ে অভিযান পরিচালনা করে। ওই অভিযানে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে ডাকাতরা। এসময় এক পর্যায়ে একজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। নিহত ব্যক্তি পেশায় একজন কৃষক।

নিহত বায়তুল্লাহর ভাই করিম উল্লাহ জানান,
শেরে বাহিনীর প্রধান ডাকাত ফরহাদ-মোস্তাক এঘটনা ঘটিয়েছে। তারা আমাদের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা বাজারে আসলে সবার মোবাইল ফোনের ভিডিও ক্যামেরা বন্ধ রাখার নির্দেশ দিতো।

এঘটনায় এনজিও কর্মী মাসুদ চৌধুরীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব। এসময় ডাকাত ফরহাদকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে বলে জানা গেছে র‍্যাব সূত্রে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page