Friday, May 10, 2024

সাবেক ও বর্তমান দুই উপজেলা চেয়ারম্যানের ভোট যুদ্ধ দেখার অপেক্ষায় টেকনাফবাসী

ফরহাদ মাহমুদ

দেশের সর্ব দক্ষিণ উপজেলা টেকনাফ,গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক মাস পর ঘনিয়ে আসলো উপজেলা নির্বাচন, তৃতীয় ধাপের আগামী ২৯ মে উপজেলা নির্বাচনকে ঘিরে সীমান্ত শহরে চলছে নানা জল্পনা কল্পনা,বরাবরের মত সাধারণ মানুষের কাছে ছুটে চলছে সম্ভাব্য প্রার্থীরা। এমনকি বিভিন্ন আচার, অনুষ্ঠানে দেখা মিলছে এই প্রার্থীদের৷

তবে মাঠ পর্যায়ে সক্রিয় গত উপজেলা নির্বাচনে স্বতন্ত্র থেকে বিজয়ী উপজেলা যুবলীগ সভাপতি, বর্তমান উপজেলা চেয়ারম্যান নুরুল আলম ও সাবেক উপজেলা চেয়ারম্যান,জেলা পরিষদ সদস্য জাফর আহমেদ। এছাড়াও থাকতে পারে সম্ভাব্য আরও প্রার্থী তবে তারা এখনো আলোচনায় আসেনি।

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ মে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের বৈঠকে এসব নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। এ বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোট ২৯ মে।

এদিকে নির্বাচনে আবহাওয়া পরিস্থিতিতে এক প্রার্থী অপর প্রার্থীর ওপর বিভিন্ন মিটিং মতবিনিময় সভায় ব্যক্তিগত আক্রমণের বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে,যা নিয়ে টেকনাফে সর্ব সাধারণের মাঝে কৌতূহল বিরাজ করছে৷

নাম প্রকাশে অনিচ্ছুক এক সাধারণ ভোটার জানান,
ক্ষমতার লোভের মুখে নেতাদের হিংসাত্মক তান্ডবলীলা আমরা প্রত্যাশা করি না,আমরা চাই সুস্থ সুন্দর পরিবেশের নির্বাচন৷

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page