Friday, May 3, 2024

তবে কি উখিয়ার ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন ইউপি সদস্য হেলাল!

বিশেষ প্রতিনিধি :

উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে লিখেছেন ” উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আসছে চমক।”

সোমবার (২২ এপ্রিল) দুপুরে এই স্ট্যাটাস দেওয়ার পরপরই উখিয়ার ভোটের হাওয়ায় নতুন আলোচনার জন্ম দেয়।

এখন ১০৭ জন ফেসবুক ব্যবহারকারী ঐ স্ট্যাটাসে মন্তব্য করেছেন। যাদের বেশির ভাগই জানিয়েছেন হেলালকে তারা প্রার্থী হিসেবে দেখতে চান।

তারেক মোহাম্মদ রণি নামে  এক ব্যবহারকারী লিখেছেন, “আপনি যোগ্য দাবীদার”। এছাড়াও ” ভাইয়া  দলমত নির্বিশেষে আমরা আপনাকে দেখতে চাই” বলে মন্তব্য করেছেন আরিয়ান সাইফুল।

উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন লিখেছেন
“ভাতিজা চমকের বাহনায় দিচ্ছ কি না ধমক ? আমরাতো আছি ভয়ে,আবার আসে কোন সময় বিপদ ?”

সাবেক ছাত্রনেতা তানভির শাহারিয়ার লিখেছেন “আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি, আপনি আসেন, আমরা আপনার জন্য প্রস্তুত।”

আবু বক্কর ছিদ্দিক নামের একজন লিখেছেন “উখিয়ার স্মার্ট মেম্বার হিসেবে পরিচিত হেলাল মেম্বারকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে চাই, আমরা সাধারণ জনগণ।

ইন্জিনিয়ার হেলাল উদ্দিনের তার ঐ স্ট্যাটাসে হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীকে ট্যাগ করায় এই বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে একটি মন্তব্যে সাড়া দিয়ে হেলাল লিখেছেন,
” জনগনের জন্য কাজ করার সুযোগ কম সেজন্য আপাতত এধরনের চিন্তা ভাবনা নেই। ভবিষ্যতে চিন্তা করবো”।

আলোচিত এই স্ট্যাটাসের সাত ঘন্টা পর চমক কি সেটা না জানালেও আরো একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি, যেখানে লিখেছেন – ” ভাইস চেয়ারম্যান পদে চমক বলে স্ট্যাটাসটা দেয়াতে কিছুটা প্রভাব পড়েছে,  যারা বর্তমানে প্রার্থী হয়েছে তারাও দেখি কিছুটা অস্বস্তিতে।”

রোহিঙ্গা ক্যাম্প অধ্যুষিত কুতুপালং তথা ৯ নং ওয়ার্ড এর সাবেক ইউপি সদস্য বখতিয়ার আহমেদের পুত্র বাবার মৃত্যুর পর ঐ ওয়ার্ডে প্রথমবারের মতো ২০২০ সালের উপ নির্বাচনে জয় লাভ করেন। সর্বশেষ ২০২১ সালের ইউপি নির্বাচনে একই পদে জয়ী হয়ে বর্তমানে দায়িত্ব পালন করছেন তিনি।

ভাইস চেয়ারম্যান পদে হেলাল নির্বাচন কিনা আনুষ্ঠানিকভাবে না জানালেও ২৯ মে অনুষ্ঠিতব্য উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ইতিমধ্যে অনেকেই নির্বাচনের মাঠে আছেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নিজেদের প্রার্থীতা করার বিষয়টি ভোটারদের জানান দিয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও হলদিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু,বর্তমান ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী ও সাংবাদিক গফুর মিয়া চৌধুরী।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page