Tuesday, April 30, 2024

ফেরত যাবে আশ্রিত ২৮৫ মিয়ানমার বিজিপি সদস্য , ফিরবে আটকে থাকা ১৫০ বাংলাদেশি-পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

‘বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর ২৮৫ জন সদস্যকে মিয়ানমারের জাহাজে করে নৌপথে ফেরত যাওয়ার ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১৯ এপ্রিল) সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান মন্ত্রী।

এছাড়াও মন্ত্রী বলেন, আগামী ২২ এপ্রিল জাহাজযোগে তাদের ফেরত নিয়ে যাবে এবং একই জাহাজে করে মিয়ানমারে আটকে পড়া ১৫০ জন বাংলাদেশিও ফেরত আসবে। তবে জাহাজের যাত্রা সমুদ্র ও মিয়ানমারের পরিস্থিতির ওপর নির্ভর করে।

এসময় সাংবাদিকরা বিএনপি আবার বিদেশি দূতাবাসে ধর্ণা দিচ্ছে -এমন প্রশ্ন করলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘যে কোনো কিছুতেই বিদেশিদের কাছে ধর্ণা দেওয়া বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক দুর্বলতা। বাংলাদেশে ক্ষমতার উৎস জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে গেলে বিদেশিরা তো বিএনপিকে কোলে করে ক্ষমতায় বসিয়ে দেবে না। আর আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাসী। জনগণই ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। ফলে বিএনপি নেতাদের বক্তব্য সার্কাসের মতো মনে হয়।’

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page