Saturday, May 18, 2024

কুতুবদিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত

কুতুবদিয়া প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠিতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা বিএনপির সভাপতি জালাল আহমেদ।

বড়ঘোপ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি ও প্যানেল চেয়ারম্যান শফিউল আলম,উত্তর ধূরুং ইউনিয়ন বিএনপির আহবায়ক ছৈয়দ মোহাম্মদ বশির, সাধারণ সম্পাদক কামরুল হাসান,লেমশীখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ, উত্তর ধূরুং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোমেনুল ইসলাম,বড়ঘোপ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বোরহান উদ্দিন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব নুরুল ইসলাম নুরু,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান জিসান,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোকারম কুতুবী,কুতুবদিয়া উপজেলা ছাত্রদল নেতা মোঃ হামিদুল ইসলাম রিয়াদ,বড়ঘোপ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ তারেক জিয়া,উত্তর ধূরুং ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জিয়াউল করিম বক্তব্য রাখেন।

এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এ.কে.এম. শহিদুল আজাদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কপিল উদ্দিন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মৌলভী মফিজুর রহমান, উপজেলা বিএনপির সদস্য জাকের উল্লাহ শিকদার, শাহাব উদ্দিন, তমিজ উদ্দিন,আবদু শুক্কুর,জয়নাল আবেদীন বাদশা,উত্তর ধূরুং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুজ্জামান লিটন,উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মানিকুল ইসলাম মানিক ও কলিম উল্লাহ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জালাল আহমেদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার জন্য যোদ্ধে ঝাপিয়ে পড়েছিল বাঙ্গালীর মুক্তিকামী জনতা। দেশ স্বাধীনের পর তিনি রাষ্ট্র ক্ষমতায় এসে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবারও দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে সকলকে ঐক্য বদ্ধ ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্বাবধায়ক সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচনের আন্দোলনে অংশ নেওয়ার আহবান জানান।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page