Wednesday, May 22, 2024

ঈদে ৩ লক্ষাধিক পর্যটক সমাগম হবে কক্সবাজারে, ৮০ শতাংশ কক্ষ বুকড

আব্দুর রশিদ মানিক:

ঈদুল ফিতরের সাথে যুক্ত হয়েছে পহেলা বৈশাখের লম্বা ছুটি। তাই বাংলাদেশের সবচেয়ে পর্যটন আকর্ষণ কক্সবাজার রমজান মাসের মন্দার পর পর্যটকদের স্বাগত জানাতে মুখিয়ে আছে। এই টানা ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করবে লাখো পর্যটক। তাদের স্বাগত জানাতে প্রস্তুত কক্সবাজার। এরই মধ্যে পাঁচ শতাধিক হোটেল-মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসের ৮০ শতাংশ রুম অগ্রিম বুকিং হয়েছে। পর্যটকদের আনন্দে যেন ভাটা না পড়ে তাদের বাড়তি আনন্দ দিতে থাকছে নানা আয়োজন আর চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

মঙ্গলবার (০৯ এপ্রিল) কক্সবাজার শহরের সমুদ্র সৈকত সংলগ্ন পর্যটন এলাকাগুলোতে গিয়ে দেখা যায় পর্যটন সংশ্লিষ্ট সকলের নানান ব্যস্ততা। ব্যস্ততা বেড়েছে সৈকত পাড়ের শামুক-ঝিনুক, আচার, শুটকি ও বার্মিজ পণ্যের দোকানে। এরই মধ্যে দোকানগুলোতে শুরু হয়েছে নতুন সাজ, থাকছে বাহারী পণ্য। এছাড়া হোটেল-মোটেলগুলোতেও আনা হয়েছে নতুনত্বের ছোঁয়া। লম্বা ছুটিতে এবার চাঙা হবে পর্যটন ব্যবসা এমনই মনে করছেন সংশ্লিষ্টরা।

হোটেল-মোটেলগুলোতে ৮০ শতাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়েছে জানিয়ে কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, “পর্যটন নগরীর প্রায় ৮০ শতাংশ রুম ইতিমধ্যেই বুকিং হয়ে গেছে। আমরা আশা করছি ঈদের ছুটিতে কক্সবাজারে প্রায় দেড় লাখ লোকের সমাগম হবে। পর্যটকদের স্বাগত জানাতে আমাদের সকল প্রস্তুতি শেষ”,

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) সভাপতি তোফায়েল আহমেদ ভিন্ন মতামত দিয়ে বলেছেন, ঈদের পর প্রতিদিন তিন থেকে সাড়ে তিন লাখ পর্যটক আসবে বলে আশা করছেন তারা। অনেক হোটেল পর্যটকদের আকৃষ্ট করতে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। কক্সবাজারে প্রচুর রেস্তোরাঁ থাকায় পর্যটকদের অতিরিক্ত সমাগম তাদের খাবারের সংকটে ফেলবে না বলে তিনি আশা করেন।

তোফায়েল পর্যটকদের বিনোদনের সুবিধা নিয়েও অসন্তোষ প্রকাশ করে বলেন, কক্সবাজার পর্যটকদের জন্য কিছু রাইডস, মেরিন ড্রাইভ ট্যুর এবং প্যারাসেইলিং বাদে নামমাত্র কিছু বিনোদনমূলক ব্যবস্থা আছে। শিল্পে বিনোদন সুবিধা বৃদ্ধির জন্য একটি পৃথক পর্যটন মন্ত্রণালয় প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে, কক্সবাজারে পর্যটকদের আনার জন্য ঈদের পর ১০ দিনের জন্য চট্টগ্রাম ও ঢাকার মধ্যে বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকা-চট্টগ্রাম রুটে তূর্ণা এক্সপ্রেস ও মহানগর এবং চট্টগ্রাম-চাঁদপুর রুটের মেঘনা এক্সপ্রেসও ওই দশদিন কক্সবাজারে আসতে পারে বলে স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানিয়েছেন।

কক্সবাজার জেলা প্রশাসন জানায়, পর্যটকদের যে কোনো ধরনের হয়রানি রোধে ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বেশ কয়েকটি মোবাইল টিম দায়িত্ব পালন করবে। এছাড়া নিয়োজিত থাকবে পুলিশের বাড়তি ফোর্স।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন, নতুন সাজে সেজেছে পর্যটন নগরী কক্সবাজার। এক দিকে ঈদের রঙ অন্যদিকে পহেলা বৈশাখের রঙ। কক্সবাজারে আগত পর্যটকরা ভিন্নমাত্রা পাবে এবার। যেহেতু সৈকতের কিটকট, জেট স্কি, বিচ বাইক এবং টিউব সবগুলো নতুন রঙে সাজানো হয়েছে সেহেতু নতুন মাত্রায় উপভোগ করতে পারবেন পর্যটকরা। একই সঙ্গে সৈকতের বিভিন্ন পয়েন্টে ফটো-ফ্রেমও করা হয়েছে। সৈকতের সব ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়েছে। পর্যটকদের যাতে কোনো ভাবেই হয়রানি করা না হয় এ ব্যাপারে সতর্ক করা হয়েছে সবাইকে। কেউ যদি কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটায় তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পর্যটকদের নিরাপত্তায় যা যা করা দরকার তার কোন ঘাটতি ট্যুরিস্ট পুলিশ রাখেনি। সবগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া আমরা আরও কিছু ব্যবস্থা নিয়েছি তা হলো: সমুদ্র সৈকত থেকে ট্যুরিস্ট পুলিশের জরুরী সেবা পেতে বাটন স্থাপন করা হয়েছে যেটি প্রেস করলেই পৌঁছে যাবে ট্যুরিস্ট পুলিশ। অথবা ইন্টারকমে ১০০ তে কল করা যাবে। এছাড়া ০১৩২০১৫৮৯৯৫ নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন, ০১৩২০১৬০০০০ নাম্বারে কল করলেই মিলবে জরুরি সেবা। মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের জন্য চার্জ দেওয়ারও ব্যবস্থ করেছে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page