Sunday, May 19, 2024

বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ইয়াবা ও ২ কেজি ১২৮ গ্রাম আইস উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

টেকনাফ ব্যাটালিয়ন পৃথক পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা ও ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে।

শনিবার (৬ এপ্রিল) রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন মহেশখালিয়া পাড়া ঘাট ও নাজিরপাড়া মির্জারজোড়া নামক এলাকায় অভিযান চালিয়ে চোরাকারবারির ফেলে যাওয়া পুটলা হতে এসব ইয়াবা ও আইস উদ্ধার করে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ এ তথ্য জানান।

বিজিবি অধিনায়ক জানান, মির্জারজোড়া নামক এলাকায় দুইজন ব্যক্তি দুইটি পুটলা হাতে নিয়ে আসার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পুটলা ফেলে সাগরের দিকে নৌকা নিয়ে পালিয়ে যায়। এসময় পুটলা দুটি তল্লাশি করে ১লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়াও আরেকটি পৃথক অভিযানে ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করার কথা জানিয়েছেন বিজিবি অধিনায়ক। তিনি বলেন, মিয়ানমার হতে সাগরপথে এ মাদক আসার খবর পেয়ে মহেশখালিয়া পাড়া ঘাট এলাকায় অবস্থান করে নৌকা হতে নেমে আসে এক যুবক। সেও বিজিবির অবস্থান বুঝতে পেরে হাতে থাকা পুটলা ফেলে গভীর সাগরে পালিয়ে যায়। পরে পুটলাটির ভিতর থেকে ২ কেজি ১২৮ গ্রাম আইস উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, অভিযানে কোন চোরাকারবারি গ্রেপ্তার না হলেও তাদেরকে সনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page