Saturday, April 27, 2024

লবণ মিশিয়ে চিনি বিক্রি! – উখিয়ায় রমজানের বাজারে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক

রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা বাড়ার সুযোগে উখিয়ায় সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছে অসাধু ব্যবসায়ীদের কাছে।

দাম বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন পণ্যে কৌশলে পেতে রাখা প্রতারণার ফাঁদে পা দিয়ে ভোগান্তিতে পড়ছে মানুষ।

উখিয়া সদরের বিশ্বনাথ স্টোর প্রকাশ ভুলাব্বাইসসার দোকান নামে একটি পরিচিত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের প্রতিষ্ঠানে লবণ মিশিয়ে চিনি বিক্রির অভিযোগ উঠেছে।

প্রতিষ্ঠানটি থেকে চিনি কিনে লবণের স্বাদ পাওয়ার কথা জানিয়েছেন একাধিক ক্রেতা।

ভুক্তভোগী ক্রেতা এডভোকেট শফিউল করিম জানান, ” ইফতারের জন্য শরবত বানাতে দোকানটি থেকে চিনি কিনি। পরে ঐ শরবত পান করে বুঝতে পারি চিনিতে লবণ মেশানো হয়েছে, বিষয়টি নিন্দনীয়।”

তিনি এ ব্যাপারে ব্যবস্থা নিতে ভোক্তা অধিকার অধিদপ্তর সহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্বনাথ স্টোর কতৃপক্ষ মন্তব্য করতে রাজি হয় নি।

উখিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সালেহ আহমেদ জানান, ” রমজানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। কোন ব্যবসায়ী গ্রাহকদের সাথে প্রতারণা করলে তার বিরুদ্ধে আইননুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তা চলমান থাকবে।”

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page