Sunday, May 12, 2024

প্রথমধাপে কক্সবাজারের তিন উপজেলায় ইভিএমে ভোট ৮ মে

বিশেষ প্রতিনিধি :

ষষ্ঠ উপজেলা পরিষদ এর ১ম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ মে।

বৃহস্পতিবার (২১ মার্চ) এক প্রজ্ঞাপনের মাধ্যমে কক্সবাজারের তিন উপজেলা সহ দেশের ৫৯ জেলার ১৫২ টি উপজেলার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এদিন নির্বাচন কমিশনের বৈঠকে নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ তফসিল তুলে ধরেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়া যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। মনোনয়ন ফরম যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল। মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোট গ্রহণ ৮ মে।

১ম পর্যায়ে ১৫২টি উপজেলার মধ্যে ৯টি জেলার ২২টি উপজেলায় ভোট হবে ইভিএমে। জেলাগুলো হলোঃ কক্সবাজার, শরীয়তপুর, চাঁদপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, পিরোজপুর ও মানিকগঞ্জ।

কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া ও কক্সবাজার সদরে সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত
এদিন ইভিএমে ভোট নেওয়া হবে।

দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে ২৩ মে, তৃতীয় ধাপের ভোট গ্রহণ হবে ২৯ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ৫ জুন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page