Monday, May 6, 2024

আজ রাস্তায় ঘুরে বেড়ানোর দিন

টিটিএন ডেস্ক :

রাস্তায় হেঁটে বেড়ানো কিংবা ঘুরে বেড়ানোর বিষয়টা কেমন। আপনি কি জানেন, বর্ষপঞ্জিকাতে আসলেই এমন দিন আছে যে দিনটায় রাস্তায় ঘুরে বেড়ায় অনেকে।

২৬ শে মে। আজই সে দিন, যে দিন সবাই হিমু হয়ে ওঠে। মানে সবাই রাস্তায় ঘুরে বেড়ায়। ইংরেজিতে যেটাকে বলে Road Trip (রোড ট্রিপ)। আর এ দিনের সূচনার সময় ১৯০৩ সাল। দুরুত্বের জন্য যখন থেকে যানবাহনের চল শুরু হয়েছে, তখন থেকেই শুরু হয়েছে Road Trip (রোড ট্রিপ) এর। হোরাটিও নেলসন জ্যাকসন নামের এক ব্যক্তি সান ফ্রান্সিসকো থেকে নিউ ইয়র্ক পর্যন্ত ভ্রমণ করেন। এই ভ্রমণে তার সফরসঙ্গী ছিল কুকুর আর কিছু মেকানিক। এই ভ্রমণকেই নথিভুক্ত করা হয় বিশ্বের প্রথম Road Trip (রোড ট্রিপ) হিসেবে। আর এই ভ্রমণটি ছিল ৬৩ দিনের। সে হিসেবে শতাব্দিরও বেশি সময় ধরে জনপ্রিয় এসব ভ্রমণগুলো। কারণ প্রতিদিনই কেউ না কেউ ভ্রমণে যাচ্ছেন, আর প্রস্তুতিও নিচ্ছেন যাওয়ার জন্য।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page