Friday, May 17, 2024

ম্যাজিস্ট্রেট আসায় ৮শ’ টাকার তরমুজ হয়ে গেলো দেড়শো টাকা

কাব্য সৌরভ

রমজানে নিত্যপণ্যের বাজারে হিমশিম খাচ্ছে ক্রেতারা। ইফতার সামগ্রির তরমুজ, পেঁপে, শশা, লেবুর দাম যেন আকাশচুম্বী। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে মহেশখালী উপজেলা প্রশাসন। মহেশখালীতে মাঝারি সাইজের একটি তরমুজের দাম হাঁকানো হয়েছে ৮’শ টাকা, কিন্তু ম্যাজিস্ট্রেট আসায় তা মুহুর্তের মধ্যে হয়ে গেলো দেড়শো টাকা। এমনই ঘটনা ঘটেছে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা বাজারে।

শনিবার (১৬ মার্চ) মহেশখালীর শাপলাপুর বাজার, কায়দাবাদ বাজার, ছোট মহেশখালীর লম্বাঘোনা বাজারসহ বিভিন্ন বাজারে মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজবীর হোসেন। এসময় দুই অসাধু ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুইটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই বিষয়ে মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজবীর হোসেন জানান, রমজানে যে-সব অসাধু ব্যবসায়ী পণ্যের অতিমূল্য নির্ধারণ করে ক্রেতা হয়রানি করছে তাদের বিরুদ্ধে মহেশখালী উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page