Tuesday, May 21, 2024

বিনামূল্যে চক্ষু ক্যাম্প উদ্বোধন ও অগ্নিদগ্ধ পরিবারকে জাফরের সহায়তা

সাইফুল ইসলাম সাইফ,চকরিয়া

চকরিয়ায় ডুলাহাজারা ইউনিয়নের মালুঘাটে
বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি আলহাজ্ব জাফর আলম। একইদিন সকালে উপজেলার ফাঁসিয়াখালী ৩নং ওয়ার্ডের সাতঘনিয়া পাড়ায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝেও চল্লিশ হাজার টাকা সহায়তা প্রদান করেন।

শুক্রবার (৮ মার্চ) সকালে মালুমঘাট বাজারস্থ আইডিয়াল স্কুলে মালুমঘাট মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যােগে এ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এতে ডুলাহাজারা ইউনিয়নের প্রায় তিন শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

জুমার নামাজ পরবর্তী পৌরসভা ৫নং ওয়ার্ড মধ্যাম করাইয়াঘোনায় নব-নির্মিত জামে মসজিদের উদ্বোধন করেন সাবেক এমপি জাফর আলম এবং মসজিদের উন্নয়নের জন্য দুই লাখ টাকা অনুদান দেন। রাতে উপজেলার পূর্ব বড় ভেওলা ৫নং ওয়ার্ড আনিছপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম শাহনেওয়াজ চৌধুরী’স্বরণে আহমেদ আতিক উজ জামান প্রদত্ত মিনিবার ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন।

এসব অনুষ্ঠানে সাবেক এমপি জাফর আলম বলেন, আগামীর সুন্দর চকরিয়া করতে সকলের সহযোগিতা কামনা করি। চকরিয়া-পেকুয়ায় বর্তমানে অভিভাবক শূন্য। আগামী উপজেলা নির্বাচনে চকরিয়ার মানুষ নির্ধারণ করবে তাদের যোগ্য একজন অভিভাবক।বিনামূল্যে চক্ষু ক্যাম্প চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, অসুস্থ অসহায় মানুষের পাশে থাকায় মালুমঘাট মানব কল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ। যখনই এ ধরনের কাজ হবে আমার সহযোগিতা থাকবে।

এসব অনুষ্ঠানে পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, কোনাখালীর চেয়ারম্যান দিদারুল হক সিকদার, বিএমচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দীন কছির, পূর্ব বড় ভেওলার কমিউনিটি পুলিশিং নেতা মো:গোফরান এবং মালুমঘাট মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জামাল হোসাইন ও সাধারণ সম্পাদক ডাঃ আবু রাশেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page