Friday, May 17, 2024

নদীতে নিখোঁজের ১৯ ঘন্টা পর জেলের লাশ উদ্ধার

সাইফুল ইসলাম সাইফ:

কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী নদীতে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ আবুল কাশেম(৫০) এর মরদেহ অবশেষে প্রায় ১৯ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১১ টার দিকে বদরখালী-মহেশখালী সড়কের বাটাখালী সেতুর পূর্ব পাশের এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

এর আগে গতকাল সোমবার বিকাল ৪টার দিকে নদীতে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজের এ ঘটনা ঘটে।
কাশেম পৌরসভা দুই নম্বর ওয়ার্ড জালিয়া পাড়া আব্দুল খালেকের ছেলে।

ঘটনার পর থেকে চকরিয়া ফায়ার সার্ভিস স্থানীয় জনতা নানাভাবে চেষ্টা চালিয়েও নিখোঁজ কাশেমকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরদিন আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ৩০ মিনিটের চেষ্টায় কাশেমের লাশ উদ্ধার করে।

মারা যাওয়া স্বজনদের আহাজারিতে ঘটনাস্থলের পরিবেশ ভারী হয়ে যায়। নিহত কাশেমের স্বজনরা জানায় মঙ্গলবার বিকালে মাতামুহুরী নদীর বাটাখালী অংশে মাছ শিকারে যায় আবুল কাশেম সহ আরো চার পাঁচ জন জেলে। জাল ফেলার পর নদীর তলদেশে জাল আটকে যায়। পরে তিনি পানিতে ডুবে জাল ছাড়িয়ে আনতে গেলে আর উঠেনি।তৎক্ষণিক তাকে অন্য জেলেরা খোঁজাখুঁজি করেও পাইনি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানায়-নিখোঁজ জেলের লাশ উদ্ধার হয়েছে।
আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page