Friday, May 17, 2024

রামুতে ১৫ লক্ষ টাকার বার্মিজ সিগারেট জব্দ, আটক ৫

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের রামুতে আনুমানিক ১৫ লক্ষ টাকার বার্মিজ সিগারেটসহ ৫ জনকে আটক করেছে রামু থানা পুলিশ। এ সময় পাচারে ব্যবহৃত একটি নোহা গাড়ি জব্দ করা হয়। যার নং (ঢাকা মেট্টো-চ ১৩-৩৫৬৫)। আটককৃত পাচঁ জনের মধ্যে একজন রামু ও চার জন লোহাগাড়া উপজেলার বাসিন্দা।

২৫ ফেব্রুয়ারি (রবিবার) দুপুর ১২ টার দিকে রামু থানার উপ-পরিদর্শক ইয়াসিনের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের সামনে কক্সবাজার-চট্টগ্রাম হাইওয়ে হতে তাদের আটক করে।

আটককৃতরা হলো রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনিরচর এলাকার বাসিন্দা মৃত নুরুল আমিনের ছেলে সাইফুর রহমান সুজন,লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের (৮ নং ওয়ার্ড) ছৈয়দ পাড়া এলাকার গোলাম মোহাম্মদের পুত্র মোঃ মাহফুজ(২৪), (৬ নং ওয়ার্ড) ছগিরা পাড়া এলাকার মৃত ছিদ্দিক আহমদের পুত্র মোহাম্মদ আরিফ (২০), (৪নং ওয়ার্ড) বদুর পাড়া এলাকার নুরুল হকের পুত্র আব্দুল্লাহ আল মামুন(২৬) এবং একই ইউনিয়নের (৮ নং ওয়ার্ড) চাদাঁরপাড়া এলাকার মৃত আব্দুল হাকিমের পুত্র আকতার হোছেন(২৭) বলে জানা যায়।

রামু থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান জানান’.সীমান্ত হতে অবৈধ পন্থায় রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে বার্মিজ সিগারেট এর একটি বড় চালান রামু হতে লোহাগাড়া যাচ্ছিল, এমন একটি গোপন তথ্যের ভিত্তিতে রামু থানা পুলিশ অভিযান চালিয়ে নোহা ভর্তি ১৮ কার্টুন বার্মিজ সিগারেট সহ ৫ জনকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরন করা হবে। চোরাচালান প্রতিরোধ ও অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রামু থানা পুলিশের কর্ম তৎপরতা কঠোরভাবে অব্যাহত রেখেছে বলে জানান সাধারণ জনগণ ।

এদিকের আটককৃত সাইফুর রহমান সুজনের বিরুদ্ধে নারী নির্যাতন,মাদক, অবৈধ চোরাচালান সহ বিভিন্ন মামলা রয়েছে। বর্তমানে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে সিংহভাগ গরু চোরাচালান ব্যবসা তার নেতৃত্বেই নিয়ন্ত্রন হচ্ছে। সম্প্রতি বার্মিজ সিগারেট জব্দের আরো একটি মামলার আসামী হয়ে পলাতক ছিলেন সুজন। ইতিপূর্বে বিপুল পরিমান ইয়াবা সহ আটক হয়ে দীর্ঘদিন হাজতবাসও করে সে । এদিকে আটক সুজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অবৈধ চোরাচালান ব্যবসার মুল হোতাদের মুখোশ উম্মোচন করে তাদেরকে আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে রামুর সচেতন মহল।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page