Saturday, April 27, 2024

ট্রলারসহ চারদিন সাগরে ভাসা ১৪ জেলে জীবিত উদ্ধার

টিটিএন অনলাইন ডেস্ক :

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা ট্রলারের ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

রোববার (২১ মে) দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৫ মে বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন বাদুরতলা এলাকা হতে এফ বি মাহফুজা নামের ফিসিং বোট মাছ ধরার উদ্দেশ্যে ১৪ জন জেলেসহ সমুদ্রে যায়। গত ১৮ মে রাত ১০টায় গভীর সমুদ্রে মৎস্য আহরণরত অবস্থায় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। বোটটি পাল উড়িয়ে গত চার দিন ধরে সমুদ্রে ভাসতে থাকে।

তিনি বলেন, রোববার সকাল ১০টায় বোটটি সমুদ্রে ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে বোটের মাঝি মো. সগিরের মোবাইল থেকে সহযোগিতা কামনা করে। পরে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নিদ্রাসকিনা কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল উদ্ধার অভিযানে যায়। বেলা সাড়ে ১১টায় বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন পক্ষীদিয়া দ্বীপের পূর্বপাশ থেকে বোটসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা, খাবার ও বিশুদ্ধ পানি দেয়া হয়। তারা বর্তমানে সুস্থ রয়েছেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page