Thursday, May 16, 2024

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৫৮ সীমান্তরক্ষী- বিজিবি

নিজস্ব প্রতিবেদক :

বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির (এএ) সঙ্গে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা অব্যাহত থাকায় বান্দরবানের তুমব্রু সীমান্ত এখন উত্তাল। বিদ্রোহীদের তোপের মুখে বাংলাদেশে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ৫৮ জন সদস্য আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তাদের মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, এ পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ৫৮ জন সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন।

এদিকে শনিবার (৩ ফেব্রুয়ারি) থেকে মিয়ানমারের গুলি, মর্টারশেল এসে পড়ছে বাংলাদেশেও। সিএনজিচালিত একটি অটোরিকশার কাচে গুলিবিদ্ধ হওয়ার পরদিন আজ সকালে মিয়ানমারের ছোড়া গুলিতে দুই বাংলাদেশী আহত হয়েছেন।

গতকাল থেকে বাংলাদেশী আহতের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রাম ছেড়ে নিরাপদস্থানে সরে যেতে শুরু করেছেন তারা। আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছে সীমান্তবাসীরা।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page