Thursday, May 16, 2024

জব্দ আইস, পালালো পাচারকারী !

নিজস্ব প্রতিবেদক

টেকনাফে অভিযান চালিয়ে ২ কেজি ১০৮ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

সোমবার (২৯ জানুয়ারি) রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।

বিজিবি অধিনায়ক জানান, টেকনাফের মির্জার জোড়া নামক এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান আসার খবর পান বিজিবি। এরপর ওই এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি দল। রাত ৮ টার দিকে বিজিবি টহলদল এক ব্যক্তিকে নাফ নদী পার হয়ে একটি প্লাস্টিকের ব্যাগ হাতে আসতে দেখে। তনে বিজিবি’র কৌশলগত উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি তার হাতে থাকা ব্যাগটি ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।

লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, পরে ওই প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ২ কেজি ১০৮ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page