Monday, May 13, 2024

ক্লান্ত কৃষক ঘুমিয়েছিল রেলপথে, কাটা পড়ে মৃত্যু

শাহিদ মোস্তফা শাহিদ:

কক্সবাজারের ঈদগাঁওর ইসলামপুরে চলন্ত ট্রেনে কাটা পড়ে আব্দুস সাত্তার (৩৯) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী ছৈয়দ নুর মৌলভীর বাড়ি সংলগ্ন তেতুলতলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহতের স্বজন সৈয়দ আনছার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আবদু সাত্তার ট্রেনে কাটা পড়ে মারা গেছে।

তিনি আরো জানান, মঙ্গলবার রাতে ঘটনাস্থল সংলগ্ন তার ধান ক্ষেতে পানি সেচ দিতে ঘর থেকে বের হয়েছিল আব্দুর সাত্তার।

স্থানীয়রা ধারণা করছেন, রাতভর পানি সেচ দিয়ে ভোররাতে ক্লান্ত হয়ে হয়তো অসতর্কতা বশত পাশের রেললাইনের উপর ঘুমিয়ে পড়ে। রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন পৌঁছার পূর্বে এক বগির রিহার্সাল ট্রেনে কাটা পড়ে সাত্তারের মৃত্যু হয়।

নিহত কৃষক চার সন্তানের জনক।স্থানীয় ইউপি সদস্য আবদু শুক্কুর জানান, পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহের খন্ডিত অংশটুকু নিয়ে যায়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, রেলওয়ে পুলিশ বিষয়টি দেখভাল করছে, থানা পুলিশকে এখনো কিছু অবগত করেনি। পরিবারের পক্ষে মামলা, অভিযোগ করলে তদন্ত করে দেখা হবে।

এদিকে ৭ জানুয়ারী রামুতে ট্রেন কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়। কক্সবাজারে রেল চলাচল শুরু হওয়ার পর থেকে এ নিয়ে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু হলো।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page