প্রায় চার দশকের বেশি সময় ধরে মহেশখালীতে মাফিয়াদের রাজত্ব ছিল বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপদেষ্টা ব্রি. জে (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
বুধবার সচিবালয়ের এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বিগত সরকার মহেশখালীতে মাফিয়া গ্যাঙ তৈরি করেছিল উল্লেখ করে উপদেষ্টা বলেন, মামলাসহ নানান জটিলতার ভয় কাটিয়ে প্রায় ৬/৭ মাস প্রচুর কষ্টের পর মহেশখালীর বাসিন্দাদের জন্য একটি স্থায়ী পারাপারের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন,এই কাজে যত দেরি হচ্ছে সমস্যারা ততো জটলা পাকাচ্ছে।
মহেশখালীর বাসিন্দাদের উৎসাহের কথা উল্লেখ করে তিনি বলেন,মহেশখালীর মানুষ বহু নির্ঘুম রাত কাটিয়েছে ফেরির অপেক্ষায়। তারা অত্যন্ত উদ্বীগ্ন ছিল বর্ষাকালে যাতায়াত নিয়ে।বিশেষ করে গর্ভবতি মহিলাদের জন্য এটি খুবই দরকার ছিল।তাই কাঙ্ক্ষিত ফেরি পেয়ে তারা উদ্বোধনের অপেক্ষায় আছে।
বৃহস্পতিবার উদ্বোধনের মধ্য দিয়ে মহেশখালীবাসীর ৪০/৫০ বছরের স্বপ্ন পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।