টেকনাফ মডেল থানা পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবা, ১টি বিদেশী পিস্তলসহ ১ পলাতক আসামী কে গ্রেফতার করেছে।
জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে টেকনাফ থানা পুলিশ ও নৌবাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া ব্রিজের পশ্চিম পাশের খালি স্থানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ রফিক প্রকাশ বার্মাইয়া রফিক (৪৫) কে গ্রেফতার করে।
এসময় দেহ তল্লাশীকালে তার হেফাজতে থাকা ১টি অবৈধ বিদেশী পিস্তল ও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মো: রফিক হ্নীলার ওয়াবাংয়ের আব্দুল কাদেরের পুত্র। তার বিরুদ্ধে ১ টি অস্ত্র, ৩ টি মাদক ও ১ টি হত্যাসহ মোট ৫ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 




















